Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় অফিস,ফেঞ্চুগঞ্জ,সিলেট এর নতুন মোবাইল নম্বর- 01958062119  /  01711486552


সমবায় সমিতির করণীয় ও বর্জনীয়

সমবায় সমিতির করণীয় ও বর্জনীয়

সমবায় সমিতির করনীয়ঃ

সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির প্রত্যেক মাসে অন্ততপক্ষে ০১টি সভা নিশ্চিত করতে হবে।

সভানুষ্ঠানের কমপক্ষে ০৭সাতদিন পুর্বে সদস্যদের নোটিশ দিতে হবে।

সদস্যের ঋণ আবেদনসদস্যপদ প্রত্যাহার ওবাতিল সংক্রান্ত সিদ্ধান্ত  ব্যবস্থাপনা কমিটির  সভায় নিতে হবে।

বিশেষ কোন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিশেষ সাধারন সভা করতে হরে।

সমবায় বর্ষ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে হিসাব বিবরনী প্রস্তুত অন্তে নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।

প্রত্যেক বছর  জুলাই-মার্চ এর মধ্যে সুবিধাজনক সময়ে বরাদ্দপ্রাপ্ত অডিট অফিসারের সাথে যোগাযোগ করে বার নিরীক্ষা করে সনতে হবে।

নিরীক্ষা সম্পাদনের ৯০ দিনের মধ্যে নিরীক্ষায় উল্লেখিত দোষ-ত্রূটি সংশোধন করতঃ সংশোধনী প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।

নিরীক্ষা সম্পাদনের ৬০ দিনের মধ্যে সাধারন সভা নিশ্চিত করতে হবে।

সাধারন সভার নোটিশ অন্ততপক্ষে ১৫ দিন পূর্বে দিতে হবে।

সাধারন সভায় আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করতে হবে।

অনুমোদিত বাজেট মোতাবেক আয়  ব্যয় নির্বাহ করতে হবে এবং ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন নীতি মেনে চলতে হবে।

কোন সদস্যের সদস্যপদ বাতিল করে থাকলে সাধারন সভায় তা চূড়ান্ত অনুমোদন করে নিতে হবে।

আয়-ব্যয়ের রশিদ বা ভাউচার সমিতিতে সংরক্ষন করতে হবে।

তারল্য সংকট মোকাবেলার জন্য মোট আদায়কৃত সঞ্চয় আমানতের ২৫তারল্য সংরক্ষণ করতে হবে।

 সমবায় সমিতি আইনের ২৬(ধারা মোতাবেক আমানত সুরক্ষা তহবিল গঠন করতে হবে।

সদস্যদের মধ্যে ঋণ বিতরণের ক্ষেত্রে ৭০-৭৪ বিধি অবশ্যই মেনে চলতে হবে।

সমিতিতে ৫০০০০০/- (পাঁচ লক্ষটাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে নিবন্ধকের অনুমতি নিতে হবে।

বিদ্যমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদের মধ্যে কমপক্ষে ৬০ দিন পূর্বে খসড়া ভোটার তালিকা সহ নিবার্চনী নোটিশ দিতে হবে।

পরিশোধীত শেয়ার মুলধন ৫০০০০/- পযর্ন্ত হলে ব্যবস্থাপনা কমিটিকেই ৪৫ দিন আগেই নির্বাচন

কমিটি গঠন করে দিতে হবে।

পরিশোধীত শেয়ার মুলধন ৫০০০০/- টাকার উর্ধ্বে হলে কমপক্ষে ৫০ দিন পুর্বেই নির্বাচন কমিটির প্রস্তাব নিবন্ধক বরাবরে প্রেরণ করতে হবে।

নির্বাচন কমিটি কমপক্ষে ৩০ দিন পুর্বেই নির্বাচনী তফসীল ঘোষনা করতে হবে।

সমবায় সমিতি আইনের ২৪  ধারা  সমবায় সমিতি বিধিমালার ৫৬ বিধি মোতাবেক রেজিষ্ট্রার  হালনাগাদ সংরক্ষণ করতে হবে।

সমবায় সমিতি আইন  সমবায় সমিতি বিধিমালা এবং সমিতির উপ-আইন  মোতাবেক কার্যক্রম চালাতে হবে



সমবায় সমিতির বর্জনীয়ঃ

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারো সদস্যপদ বাতিল করা যাবে না।

অনুমোদিত বাজেট বহির্ভুত ব্যয় করা যাবেনা।

সদস্যের বাহিরে কারো নিকট থেকে আমানত গ্রহণ বা ঋণ দেওয়া যাবেনা।

সভার সিদ্ধান্ত ব্যতীত সদস্যদের ঋণ দেওয়া যাবেনা।

সদস্যদের মধ্যে ঋণ বিতরনের ক্ষেত্রে ৭০-৭৪ বিধির ব্যত্যয় ঘটানো যাবেনা।

নিবন্ধকের অনুমতি ব্যতীত ৫০০০০০/- (পাঁচ লক্ষটাকার অধিক বিনিয়োগ করা যাবেনা।

বিশেষ সাধারন সভা বা সাধারন সভায় সিদ্ধান্ত ব্যতীত কোন প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন করা যাবেনা।

বিশেষ সাধারন সভা বা সাধারন সভায় সিদ্ধান্ত ব্যতীত কোন সদস্যের নিকট থেকে আমানত নেওয়া যাবেনা।